পদে পদে বাধার মুখে প্রাথমিক শিক্ষকদের ‘মার্চ ফর টেনথ গ্রেড’
পদে পদে বাধার মুখে প্রাথমিক শিক্ষকদের ‘মার্চ ফর টেনথ গ্রেড’
দশম গ্রেডে বেতন-ভাতার দাবিতে ঢাকায় ‘মার্চ ফর টেনথ গ্রেড’ কর্মসূচি ঘোষণা করেছে সারাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা।
শুক্রবার (২৪ জানুয়ারি) কেন্দ্রীয় শহীদ মিনারে এ কর্মসূচি পালন করবেন তারা। তবে কর্মসূচি ঠেকাতে প্রাথমিক শিক্ষা প্রশাসন নানান পদক্ষেপ নিচ্ছে বলে অভিযোগ করেছেন কর্মসূচিতে অংশ নিতে আগ্রহী প্রাথমিকের শিক্ষকরা।
তারা বলছেন, শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকা সত্ত্বেও শিক্ষকদের কর্মস্থল ত্যাগ না করার জন্য নির্দেশনা দিচ্ছেন বিভিন্ন জেলা ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তারা। তবে সব বাধা অতিক্রম করে তারা ‘মার্চ ফর টেনথ গ্রেড’ কর্মসূচি বাস্তবায়নে সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছেন।
খোঁজ নিয়ে জানা যায়, দীর্ঘদিন ধরে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে আন্দোলন করে আসছেন। তারা প্রধান উপদেষ্টা, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরসহ বিভিন্ন জায়গায় নিয়ম মেনে স্মারকলিপি দিয়েছেন। তবে দৃশ্যমান কোনো সাড়া মেলেনি।
দাবি আদায়ে তারা সম্প্রতি ‘মার্চ ফর টেনথ গ্রেড’ কর্মসূচি ঘোষণা করেন। এরপর গত ১৯ জানুয়ারি জেলা ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের নিয়ে ভার্চুয়ালি বৈঠক করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তারা। সেখান সব কর্মকর্তাদের তাদের অধীন জেলা ও উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে নির্দেশনা দিয়ে চিঠি পাঠাতে মৌখিক নির্দেশনা দেওয়া হয় বলে সূত্র নিশ্চিত করেছে।
এদিকে, অধিদপ্তরের নির্দেশনা মেনে অনেক জেলা ও উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তারা চিঠিও ইস্যু করেছেন। তার মধ্যে লক্ষ্মীপুর জেলা, মুন্সিগঞ্জের লৌহজং উপজেলা এবং চট্টগ্রামের পটিয়া উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের নির্দেশনার চিঠি জাগো নিউজের হাতে এসেছে।
Post a Comment