বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ রাংগুনিয়া উপজেলা শাখা
বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ রাংগুনিয়া উপজেলা শাখার সাধারণ সভা ও ত্রি- বাষিক সম্মেলন গতকাল ২৮ জুন ২০২৪ খ্রিঃ শুক্রবার অনুষ্ঠিত হয়। উক্ত সম্মেলনে বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ রাংগুনিয়া উপজেলা শাখা ২০২৪ হতে ২০২৭ খ্রি: পর্যন্ত নতুন কমিটি গঠন করা হয়। উক্ত নব গঠিত কমিটিতে ফলাহারিয়া গ্রাম থেকে যাদেরকে বিভিন্ন পদে নির্বাচিত করেছেন সহসভাপতি পদে ফলাহারিয়া সদ্ধমর্লংকার বিহার পরিচালনা কমিটির প্রধান উপদেষ্টা বাবু মহেন্দ্র মুৎসুদ্দী ও ফলাহারিয়া সদ্ধমর্লংকার বিহার পরিচালনা কমিটির সভাপতি বাবু টুন্টু বড়ুয়া অর্থ সম্পাদক পদে ফলাহারিয়া সদ্ধমর্লংকার বিহারের অধ্যক্ষ ভদন্ত দেবময় থের, সমাজ কল্যাণ সম্পাদক পদে ফলাহারিয়া সদ্ধমর্লংকার বিহার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক শিক্ষক বাবু বিজয় কুমার মুৎসুদ্দী নির্বাহী সদস্য পদে বাবু বিধু মুৎসুদ্দি, বাবু অধীপ বড়ুয়া, বাবু লুকুমার বড়ুয়া নির্বাচিত করায় বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ কেন্দ্রীয় নির্বাচন পরিষদ, চট্টগ্রাম অঞ্চল, কেন্দ্রীয় যুব, কেন্দ্রীয় মহিলা, চট্টগ্রাম উত্তর জেলা সহ রাংগুনিয়া নেতৃবৃন্দের প্রতি রাংগুনিয়া উপজেলা শাখার পক্ষ হতে কৃতজ্ঞতা জানাচ্ছি।
Post a Comment